সিলেট

সিলেটে বাবা-ছেলের রহস্যজনক মৃত্যু: পুলিশ হেফাজতে ১২

টাইমস ডেস্কঃ সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী পরিবারের ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধারের পর দুজনের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১২ স্বজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোন ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

এদিকে ওই বাসায় থাকা সব খাবার জব্দ করে পরীক্ষার জন্য রাসায়নিক ল্যাবে পাঠিয়েছে সিআইডি।

মঙ্গলবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুল ইসলাম একথা জানান।

জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে মৃত রফিকুল ইসলামের শ্বশুর আনফর আলী, শাশুড়ি বদরুন্নেছা, শ্যালক দেলোয়ার হোসেন ও শ্যালকের স্ত্রী শোভা বেগম রয়েছেন। ঘটনার সময় তারা সবাই ওই বাড়িতে ছিলেন।

এর আগে মঙ্গলবার দুপুরে সিলেটের ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের মঙ্গলচন্ডী সড়কের একটি বাসা থেকে অচেতন অবস্থায় যুক্তরাজ্য প্রবাসী একই পরিবারের ৫ সদস্যকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়ার পর রফিকুল ও তার ছোট ছেলে মাইকুল মারা যান।

ওই ঘটনায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মারা যাওয়া রফিকুলের স্ত্রী হুছনারা বেগম এবং দুই সন্তান সাদিকুল ইসলাম ও সামিরা ইসলাম।

নিহত রফিকুল ইসলামের শ্যালক সেবুল আহমদ জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে রফিকুল তার পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছিলেন। ছোট ছেলে মাইকুল ছিলেন শারীরিক প্রতিবন্ধী। তার চিকিৎসা করাতে গত ১২ জুলাই স্বপরিবারে দেশে ফেরেন রফিকুল। এক সপ্তাহ ঢাকায় ছেলের চিকিৎসা শেষে ১৮ জুলাই তাজপুরের ওই বাসার দ্বিতীয় তলায় ভাড়া ওঠেন তারা।

ওসি এস এম মাইনুল ইসলাম জানান, রফিকুল পরিবার নিয়ে যে বাসায় ভাড়া ছিলেন, সেই বাসার অন্য কক্ষে তার শ্বশুর, শাশুড়ি, এক শ্যালক ও শ্যালকের স্ত্রী ছিলেন। তাদের আমরা জিজ্ঞাসাবাদ করছি। এ পর্যন্ত ১২ জনকে জিজ্ঞাসাবাদের পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্লু উদ্ধার করা যায়নি।

খাবারে বিষক্রিয়া থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে বলে সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা চিকিৎসকের বরাতে জানান।

পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, ‘আমরা ওই বাসার সব খাবার নিয়ে এসেছি। খাবার রাসায়নিক ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করা হবে। আমরা সবদিক বিবেচনা করেই তদন্ত করছি।’

Back to top button