বিয়ানীবাজারে বিদ্যুৎ গিলে খাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা!

জুবায়ের আহমদঃ বিদ্যুতের তীব্র সংকটে এখন পুরো দেশ। বাদ যায়নি প্রবাসী অধ্যুশিত বিয়ানীবাজার অঞ্চল ও। এলাকা ভিত্তিক লোডশেডিং এর নানা পরিকল্পনা দেওয়া হয়েছে। তাতে ও খুব একটা কাজ হচ্ছে না। অতিরিক্ত গরম আর লোডশেডিং সাধারণ মানুষ এখন
চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
এ দিকে এই সংকটময় সময়ে বিদ্যুৎ গিলে খাচ্ছে ব্যাটারি চালিত অটো রিকশা। একটি অটোরিকশা চার্জ দিতে সময় লাগে ৮ থেকে ১০ ঘন্টা। আর তাতে উপজেলার বড় একটি বিদ্যুতের অংশ খরচ হচ্ছে এই ব্যাটারি চালিত অটোরিকশার পিছনে।
সরেজমিনে বিয়ানীবাজার পৌরশহরে ব্যাটারি চালিত অটোরিকশার বেশ কয়েকজন চালকের সাথে কথা হয় প্রতিবেদকের। তারা জানান একটি অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে সময় লাগে প্রায় ১০ ঘন্টা। আর তাতেই সেটি সারা দিন চলে।
কোথায় এসব ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দেওয়া হয় এমন প্রশ্নের জবাবে তারা জানান কেউ কেউ অটোরিকশার মালিকের বাড়িতে চার্জ দেন আবার কেউ কেউ যে গ্যারেজে রাত্রে রিকশাটি রাখেন সেখানে চার্জ দেন।
সরকার বিদ্যুতের সাশ্রয়ে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। বিয়ানীবাজার পল্লিবিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা যায় বিয়ানীবাজারে যে পরিমান বিদ্যুৎ প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না।
বিয়ানীবাজার টাইমসের প্রতিবেদককে বিয়ানীবাজার পল্লিবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্মণ জানান প্রয়োজনের তুলনায় বিয়াবাজারে কখনো অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন আবার কখনো তার থেকে কম বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন। সেজন্য কখনো লোডশেডিং এর পরিমাণ বাড়ছে আবার কখনো কমছে।
তবে এই সংকটময় সময়ে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে কোন ব্যাবস্তা গ্রহণ করা হবে কী না এমন প্রশ্নের জবাবে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর জানান উপর মহল থেকে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত আসে নি। তবে সিদ্ধান্ত আসার সাথে সাথে এসব অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু হবে।
বিদ্যুতের সংকটময় এই সময়ে এখন প্রত্যেক গ্রাহককেই বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। তার সাথে কঠিন এই সময়ে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ঠিক কী ধরণের ব্যাবস্তা গ্রহণ করা হচ্ছে এখন কেবল সেটি দেখার পালা।