চাহিদার অর্ধেক ও বিদ্যুৎ সরবরাহ নেই বিয়ানীবাজারে!

জুবায়ের আহমদঃ চাহিদার তুলনায় অর্ধেক ও বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না বিদ্যুৎ বিভাগ। লোডশেডিং এর যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ। ভ্যাপসা গরমে একটু পর পর লোডশেডিং। তাতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
এ দিকে বিদ্যুৎ সাশ্রয়ে দেশ ব্যাপি এলাকা ভিত্তিক লোডশেডিং চলমান রয়েছে। গত ১৯ জুলাই থেকে সিলেটের পাশাপাশি বিয়ানীবাজারেও এ পদ্ধতিতে লোডশেডিং চলমান রয়েছে। এ পদ্ধতিতে দুই ঘন্টা লোড শেডিংয়ের কথা থাকলেও দিন এবং রাত মিলিয়ে বিয়ানীবাজারে ১২ থেকে ১৩ ঘন্টা বিদ্যুৎ থাকছে না।
গ্রাহকদের চাহিদার অর্ধেক বিদ্যুৎ দিতে না পারায় লোডশেডিংয়ের শিডিউল ঠিক রাখতে পারছে না বিদ্যুৎ বিভাগ। এদিকে বিয়ানীবাজার পৌরশহরসহ সব জায়গায় একই অবস্তা।
উপজেলার গ্রামীণ জনপদে পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকাগুলোয় লোডশেডিংয়ে তীব্রতা এত বেশি, গ্রাহকরা প্রতি মুহূর্তে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দিন কিংবা রাত, সমান তালে লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার ভেতর ১০ থেকে ১২ ঘণ্টাও ঠিকমতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। রাতে প্রচণ্ড গরমে গ্রামীণ জনপদের গ্রাহকদের অবস্থা নাজেহাল।
লোডশেডিংয়ের শিডিউল কেন ঠিক রাখা যাচ্ছে না এ বিষয়ে বিয়ানীবাজার টাইমসের সাথে মুঠোফনে কথা হয় বিয়ানীবাজার পল্লি বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ভজন কোমার ভর্মণ এর সাথে। তিনি জানান প্রতিদিনই লোডশেডিং এর শিডিউল পরিবর্তন হচ্ছে। যখন যা বিদ্যুৎ পাচ্ছেন তা সরবরাহ করছেন গ্রাহকদের জন্য। বেশীর ভাগ সময় বিয়ানীবাজারে যা বিদ্যুৎ প্রয়োজন তার অর্ধেক বা আরও কম পাচ্ছেন। সেজন্য লোডশেডিং এর মাত্রা কখনো বাড়ছে বা কখনো কমছে।
এ সময় প্রত্যেক গ্রাহককে তিনি অনুরুধ জানান বিদ্যুৎ যেন সাশ্রয়ী ভাবে খরচ করেন গ্রাহকরা।