বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু, সাংবাদিকদের সাথে মতবিনিময়

বিয়ানীবাজারঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই স্লোগান সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে বিয়ানীবাজারে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হাসান মতবিনিময় সভা করেছেন।

শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বিয়ানীবাজার উপজেলা মৎস্য দপ্তরে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ জুলাই) থেকে শুরু হওয়া এই মৎস্য সপ্তাহের ইতি ঘটবে আগামী শুক্রবার (২৯ জুলাই)। সভায় এই সপ্তাহকে ঘিরে বিয়ানীবাজারকে মৎস্য উৎপাদনের অভয়ারণ্য গড়ে তুলতে নানা পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে মাইকিং ব্যানার, পোষ্টার, ফেস্টুনসহ বর্নাঢ্য শোভাযাত্রায় ব্যাপক প্রচারনা চালানো হবে। মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ, পুকুরের মাটি ও পানি পরীক্ষা বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ মূল্যায়ন সভা, পুরষ্কার বিতরণ ও সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, বিয়ানীবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠান রবিবার (২৪ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

মতবিনিময় সভায় বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Back to top button