সিলেট

সিলেটে নতুন করে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ৮১৮ পরিবার

টাইমস ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি মানুষ যেন বসবাস করতে পারে সেজন্য একটা জায়গা করে দেওয়া, এটা প্রথম করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন। তার স্বপ্ন ছিল বাংলার মানুষ খাদ্য পাবে, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান পাবে।

আজ বৃহস্পতিবার সকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের ভূমিহীন ও গৃহহীন ২৬ হাজার ২২৯টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। এর মধ্যে সিলেট বিভাগের ৮১৮টি পরিবার জমিসহ পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, ৮১৮টি পরিবারের মধ্যে সিলেট জেলার ১২৬টি, সুনামগঞ্জের ৪০৬টি, মৌলভীবাজারের ১৬০টি ও হবিগঞ্জের ১২৬টি পরিবার রয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে সবমিলিয়ে সিলেট বিভাগে ১৫ হাজার ৮৬৯টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

Back to top button