বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে স্কয়ার লিমিটেডের ঔষধ বহনকারি কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আসাদুজ্জামান মুন্না নামের এক ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের খশির নামনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আসাদুজ্জামান মুন্না (২০) উপজেলার শেওলা ইউনিয়নের কুয়েত প্রবাসী সাহাব উদ্দিনের পুত্র। সে বিয়ানীবাজার সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র বলে তার সহপাঠীরা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজার থেকে বাড়ি ফেরার পথে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের বৈরাগীবাজার খসির নামনগর সড়কের সামনে আসলে বিয়ানীবাজারগামী স্কয়ার লিমিটেডের ঔষধ বহনকারি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মুন্না ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় স্কয়ার লিমিটেডের চালক পালিয়ে যায় তবে স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করেন।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, মুন্না নামের একটি ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাভার্ড ভ্যানটি আটক করেছে।