বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, আশংকাজনক এক চালকসহ আহত ৬

বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কে দুই সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (১৬ জুলাই) বিকালে দুর্ঘটনায় চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। তবে সংকটাপন্ন অবস্থায় একজন চালককে জরুরী ভিত্তিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে পাওয়া গুরুতর আহত চালকের নাম কানন আহমদ (৬০), তিনি বড়লেখা উপজেলার ইয়াকুবনগরের বাসিন্দা। আহত বাকিরা হলেন গোলাপগঞ্জ উপজেলার বানীগ্রাম এলাকার আজির উদ্দিন (৬০), তার পুত্র মিলহান আহমদ (১৯), বড়লেখার মজনু আহমদ (২৩) প্রমুখ।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বিয়ানীবাজার বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের পেট্রোবাংলার সামনে শনিবার বিকালে বিয়ানীবাজারগামী একটি অটোরিক্সার সাথে বারইগ্রামগামী একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুটি সিএনজি চালিত অটো রিক্সা ধুমরে মুচরে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

খবর পেয়ে বিয়ানীবাজার থানার এস আই আবিরের নের্তৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় একজন চালককে সিলেটে প্রেরন করা হয়েছে।

Back to top button