বিয়ানীবাজার সংবাদ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসের পদত্যাগ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার পার্লামেন্টের স্পিকারের কাছে ইমেইল পাঠিয়ে তিনি পদত্যাগ করেন। খবর রয়টার্স।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুটি সূত্র জানিয়েছে—প্রেসিডেন্ট রাজাপাকসে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকারের কাছে পদত্যাগের ইমেইল পাঠান। যদিও সূত্র বলছে, এই ইমেইলে পাঠানো পদত্যাগপত্র গ্রহণ করা হবে কি না, তা নিশ্চিত না।

এদিকে, শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটে তৈরি হওয়া বিক্ষোভ থামাতে কারফিউ চলছে। রাজাপাকসের দেশ ত্যাগের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বিক্ষোভের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি বিদ্রোহ দমনে সেনাবাহিনীকে ক্ষমতা দেন।

অন্যদিকে, হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছুড়লে ২৬ বছর বয়সী একজনের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

Back to top button