সুনামগঞ্জ
জগন্নাথপুরে হাওরে মাছ ধরতে গিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বিলচর হাওরে এ ঘটনা ঘটে।
নিহত বদরুল মিয়া (৩৫) উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা গ্রামের মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে। তিনি পাটলী টাইটেল মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত।
নিহতের চাচাতো ভাই তাজ উদ্দিন জানান, বুধবার রাতে মুফতি বদরুল আলম ও তার চাচাতো ভাই মুফতি রশিদ আহমদ জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের চানপুরচক গ্রামের বিলেরচক হাওরে মাছ ধরতে যান। রাত সাড়ে ৮ টার দিকে প্রচণ্ড ঝড়ো বাতাসে তাদের নৌকাটি ডুবে যায়।
এ সময় মুফতি রশিদ আহমদ সাতার কেটে তীরে ওঠতে পারলেও হাওরের পানিতে ওই মাদ্রাসা শিক্ষক ডুবে মারা যান। পরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।