হবিগঞ্জ

হবিগঞ্জে ঝড়ে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু

টাইমস ডেস্কঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

এই তথ্য নিশ্চিত করেছেন বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল খায়ের।

তিনি জানান, সন্ধ্যার পর ৬ নারী ও ২ জন পুরুষ ছোট একটি ইঞ্জিনচালিত নৌকায় করে বাহুবলের স্নানঘাট থেকে শিখারপুরের দিকে যাচ্ছিলেন। তারা একই পরিবারে সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের বাড়ি শিখারপুরে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ফেরার পথে গুঙ্গিয়াজুড়ি হাওরে ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও ৪ জন নারী ডুবে যান। স্থানীয়রাই তাদের মরদেহ উদ্ধার করে।

মৃত ও জীবিত উদ্ধার হওয়া সবার পরিচয় এখনও নিশ্চিত করেনি পুলিশ।

Back to top button