সিলেট

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্বে সিলেটের এসপি ফরিদ

সিলেটঃ সিলেট জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-কে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) তিনি সহ বাংলাদেশ পুলিশের ১৩৮ জন অতিরিক্ত ডিআইজিকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

তিনি ২০১৯ সালের ২৪ জুন সিলেট জেলার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন।

তিনি পড়াশোনা শেষে ২০০৪ সালে আইএফআইসি ব্যাংকের প্রবিশনারী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৫ সালের ২ জুলাই বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন।

Back to top button