সিলেট

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

টাইমস ডেস্কঃ ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তারপুর গ্রামের মহিউদ্দিনের ছেল আরিফ (১৯) ও ফরাশ উদ্দিনের ছেলে লিটন (২০)।

দুর্ঘটনায় রনি নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মেদ জানান, বুধবার রাত সাড়ে ৭টার দিকে মহাসড়কের রতনপুর ওভারব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। মরদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। মোটরসাইকেলযোগে তিন যুবক মহাসড় এলাকা দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Back to top button