মৌলভীবাজারের হোটেল-রিসোর্টে পর্যটক খরা

নিউজ ডেস্ক- জাতীয় উদ্যান লাউয়াছড়ার মাঝ দিয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক। কিছুটা দূরে সিলেটের সাথে সারা দেশের যোগাযোগের রেলপথ। ঈদ কিংবা কোন দীর্ঘ ছুটিতে প্রকৃতি প্রেমীরা মনের টানে ছুটে আসেন পর্যটন জেলাখ্যাত মৌলভীবাজারের সবুজছায়া, ঝর্ণাধারা ও হাওরজলে ক্ষণিকের হারিয়ে যেতে। তবে এবার ঈদুল আজহার ছুটির দিনগুলো ব্যতিক্রম। পর্যটকদের ভিড় নেই পর্যটন স্পটগুলোতে। হোটেল-মোটেল, রিসোর্টগুলো প্রায় পর্যটক শূন্য। প্রায় সব জায়গাতেই সুনশান নিরবতা। এতে হতাশ হয়ে পড়েছেন পর্যটন নির্ভর জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মালিকরা।
ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টর থেকে বেড়াতে আসা গৃহিনী ফারমানা আফরিন জানান, সুযোগ পেলেই মৌলভীবাজারের মনোরম পরিবেশে গড়ে ওঠা লাউয়াছড়া, জাতীয় উদ্যান, বাইক্কাবিল, মাধবকুন্ড ঝরনা দেখতে ছুটে আসেন। এবারও ঈদের দিন রাতে মনের টানে স্বামী, ছেলেসহ মনোমুগ্ধকর জেলায় ঘুরতে এসেছেন। তবে অন্যান্যবার রুম পেতে বেগ পেতে হলে এ বছর পর্যটক কম থাকায় হোটেলে রুম বরাদ্দ পেতে সমস্যা হয়নি।
সিলেটর দক্ষিণ সুরমা এলাকা থেকে আসা ব্যবসায়ী আব্দুল কাইয়ুম জানান, তারা ১২ বন্ধু মিলে মৌলভীবাজারের স্লুইসগেট, বর্ষীজোড়া ইকোপার্ক দেখতে এসেছেন।
লাউয়াছড়া বিটের বিট অফিসার আনিছুজ্জামান বলেন, ঈদের দিন মাত্র ৪২৯ জন পর্যটক লাউয়াছড়ায় প্রবেশ করেছেন। তার মধ্যে স্থানীয়রাই বেশি। অথচ গত ঈদের সময় দিনে কমপক্ষে ৪-৫ হাজার পর্যটক যাতায়াত করেছেন। পর্যটক কম হওয়ার কারণ সম্পর্কে তিনি জানান, বন্যার প্রভাব পড়ায় হয়তো এ বছর পর্যটক কমে গেছে।
শ্রীমঙ্গল গ্রিণলিফ রেস্টহাউজ এর মালিক এস কে দাস সুমন জানান, বছরের পর বছর ধরে একই ধারাবাহিকতায় চলছে মৌলভীবাজারের পর্যটন শিল্প। পর্যটন স্পট সংশ্লিষ্ট রাস্তাগুলো ভাঙ্গাচোরা, জেলার পর্যটন রাজধানী শ্রীমঙ্গলের ফুটপাতে ময়লা-আবর্জনার স্তুপ থাকায় পথচারীদের চলাচলে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া শ্রীমঙ্গলে পর্যটকদের যাতায়াতে ট্রেন যোগাযোগ সবচেয়ে আরামদায়ক। কিন্তু শ্রীমঙ্গল স্টেশনের জন্য বিভিন্ন ট্রেনের ৭৫-৮০টি সিট বরাদ্দ থাকে। এ স্টেশনের গুরুত্ব অনুযায়ী একেকটি ট্রেনের দু’টি কম্পার্টমেন্ট বরাদ্দ থাকলে পর্যটকরা সহজে টিকেট পেয়ে যাতায়াত করতে পারতেন।
তিনি আরও জানান, বন্যার প্রভাবে এবার খুব সীমিত সংখ্যক মানুষ বেড়াতে এসেছেন। ঈদ উপলক্ষে একজন মাত্র পর্যটক তার রেস্ট হাউসে উঠেছেন। অন্যান্য সময় ঈদের সপ্তাহখানেক আগে থেকে বেশির ভাগ রেস্টহাউস-রিসোর্টের সব রুম বুকিং হয়ে যেত। এবার সব ফাঁকা।
এদিকে, এ ধরণের প্রতিকুল অবস্থার মাঝে গ্লোবেল ভিলেজ, দাওয়াল, তানভীর, হিলভিউ রেস্টহাউস ইতিমধ্যে পর্যটক না আসায় বন্ধ হয়ে গেছে।
মৌলভীবাজার শহরতলী রাঙাউটি রিসোর্টের ব্যবস্থাপক মোসাদ্দেক আহমেদ পাপ্পু বলেন, এবারের ঈদে রিসোর্টের মাত্র ৪০ শতাংশ রুম বুকিং হয়েছে। এতে ব্যবসায়িকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে আমার প্রতিষ্ঠান।