সিলেট

সিলেটে আদালত চত্বর থেকে বিচারকের গরু চুরি!

টাইমস ডেস্কঃ সিলেটে আদালত প্রাঙ্গন থেকে কোরবানির গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে ঈদের দিন (১০ জুলাই) সকালে। চুরি যাওয়া গরুর সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী। ঈদের ছুটির পর মঙ্গলবার (১২ জুলাই) আদালতের কার্যক্রম শুরু হলে এই চুরির ঘটনাটি আদালত পাড়ায় জানাজানি হয়।

গরু চুরির তথ্য দিয়ে সিলেটের সরকারি কৌঁসুলি (জিবি) রাজ উদ্দিন বলেন, ‘বিচারকসহ অন্যরা আদালত চত্বরে গরুটি রেখে ঈদের জামাতে গিয়েছিলেন। কিন্তু এসে দেখেন গরুটি নেই’।

তিনি আরও বলেন, ‘এটি খুবই আশ্চর্যের ঘটনা। আদালত চত্বর থেকে কীভাবে একটি গরু চুরি হয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না’। মঙ্গলবার এ ঘটনা নিয়ে আদালত চত্বরে আলাপ আলোচনা হচ্ছিল বলেও জানান রাজ উদ্দিন।

এ বিষয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাপদক মাহফুজুর রহমান বলেন, ‘আমিও এ ঘটনা শুনেছি। বিষয়টি খুবই বিব্রতকর। ঘটনাটি খুব একটা জানাজানি হোক তা আমরা কেউই চাচ্ছি না’। এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ওসির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Back to top button