বিয়ানীবাজার সংবাদ

ভ্যাপসা গরমে বিপর্যস্ত বিয়ানীবাজারের জনজীবন!

নিজস্ব প্রতিবেদকঃ ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়ার উত্তাপে যেন শান্তি নেই কোথাও। বৈদ্যুতিক পাখা থেকে ও যেন গরম উত্তাপ ছড়াচ্ছে। আর তাতে বিপর্যস্ত এখন জনজীবন।

সারা দেশের ন্যায় সিলেট জেলার বিয়ানীবাজারের ও একই চিত্র। অতিক্ত গরমে প্রকৃতির কাছে এখন অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এখন কেবল সৃষ্টি কর্তার দিকে তাকিয়ে আছেন একটু স্বস্থির জন্য।

রাফছান আহমেদ(২২) কথা বলেন বিয়ানীবাজার টাইমসের প্রতিবেদকের সাথে। তিনি জানান ঘরে বৈদ্যুতিক পাখা চালিয়ে ও বসার উপায় নেই। কারণ অনেকক্ষণ থেকে চলার কারণে বৈদ্যুতিক পাখার বাতাস ও এখন গরম হয়ে উঠেছে। আর কিছুক্ষণ পর পর তো রয়েছে লোড শিডিং এর যন্ত্রণা।

এমতাবস্তায় সব থেকে কঠিন সময় পার করছেন ঘরের বৃদ্ধ এবং বাচ্চারা। একই অভিযোগ করেন আরও কয়েকজন উপজেলার বাসিন্দা।

এদিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান গণমাধ্যমকর্মীদের জানান ভ্যাপসা গরম আরও দুই দিন থাকবে। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের কারণে অতিরিক্ত গরম প্রবাহিত হচ্ছে।

Back to top button