ঘরে ঘরে জ্বর, সর্দি, আতংকিত না হওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটসহ পুরো দেশে দেখা দিয়েছে এখন সিজনাল ফ্লু। হঠাৎ করেই এখন প্রচন্ড জ্বর সাথে শরীর ব্যাথায় আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। কোন লক্ষণ ছাড়াই হঠাৎ করে সিজনাল ফ্লুতে আক্রান্ত হয়ে অনেকেই আতংকিত হচ্ছেন , আবার অনেকের মনে ভয় দেখা দিচ্ছে করোনা ভাইরাসের।
সিপা আক্তার নামের এক মহিলা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ বছরের বাচ্ছাকে নিয়ে ভর্তি হয়েছেন দুই দিন হলো। তার ছোট মেয়ের হঠাৎ করেই জ্বর উঠে সাথ শরীর ব্যাথা। ভয় পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আসলে দায়িত্বরত চিকিৎসক তাদের ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেন।
মঙ্গলবার সরেজমিনে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে একই চিত্র দেখা যায় আরও কয়েকজন রোগীর। হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন হাসপাতালে।
এদিকে দেশে বেশ কয়েক মাস থেকে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে থাকলে ও গেলো কয়েক দিন থেকে হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। তাতে খানিকটা ভয় ঢুকেছে সাধারণ মানুষের মনে।
তবে এভাবে হঠাৎ করে জ্বর উঠার প্রধান কারণ হিসেবে চিকিৎসকরা দায়ী করছেন ভ্যাপসা গরমকে। অতিরিক্ত গরম, ঋতু পরিবর্তনের কারণে জ্বরের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা।
এ বিষয়ে বিয়ানীবাজার টাইমসের সাথে কথা হয় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু ইশহাক আজাদ। তিনি জানান হঠাৎ করেই কেউ জ্বরে আক্রান্ত হলে তাৎক্ষণিক ভাবে তাকে আইসোলেশনে যেতে হবে। বয়স্ক এবং শিশুদের কাছ থেকে নিজেকে দূরে রাখতে হবে।
সমস্যা বেশী হলে কিংবা কভিডের লক্ষণ থাকলে কভিড পরিক্ষা করাতে হবে। সর্বোপরী সচেতন থাকতে হবে এবং প্রত্যেককে ভ্যাক্সিনেশনের আওতায় আসতে হবে।