সুনামগঞ্জে কোরবানীর গোশত বিতরণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশত

কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে সোমবার (১১জুলাই) বিকেলে ভয়াবহ সংঘর্ষে নারী পুরুষ সহ অর্ধ শতাধিক আহত। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর পয়েন্টে ফাতেমা মাদ্রাসায়। প্রতিবছর গোতগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহীন আহমদ তার প্রতিষ্টিত মা ফাতেমা মাদ্রাসায় ৫০টি গরু কোরবানি করে এলাকায় বিতরণ করেন।
এবার গোশত বিতরণে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের কিছু লোক অতিরিক্ত গোশত নিতে ঝামেলা সৃষ্টি করলে গোতগাঁও গ্রামের লোকজন বাঁধা প্রদান করেন। একপর্যায়ে উমরপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কয়েকজন কে গুরুতর আহত করে। ইনাতগঞ্জের শতাধিক মানুষ সংঘর্ষে অংশ নেয় এবং স্থানীয় আলীগঞ্জ বাজারে দোকানে ইটপাকটেল নিক্ষেপ করে ভাংচুর করে।
এ সময় গোতঁগাঁও গ্রামের লোকজন আসলে বিকেল তিনটার সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘন্টাব্যাপী সংর্ঘষে প্রায় অর্ধশতাদিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর জানান, মাংস বিতরণকে কেন্দ্র করে সংর্ঘষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করি। বর্তমান ঘটনাস্থল শান্ত রয়েছে। যেহেতু দুই উপজেলার বিষয় সে হিসেবে দুই উপজেলার দুই ইউনিয়ন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি দেখার জন্য।