সিলেট

সিলেটে বাড়ছে করোনা, এক নারীর মৃত্যু

সিলেটে করোনা সংক্রামনের হার বাড়ছে। করোনায় আক্রান্ত হয়ে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। তাঁর বাড়ি বিশ্বনাথ উপজেলায়।
রোববার (১০ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি মারা যান।তথ্যটি নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. মিজানুর রহমান।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় সূত্র জানিয়েছে- ঈদের দিন (রোববার) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৪৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা পজেটিভ মানুষের সংখ্যা ৬৭ হাজার ১১৭ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৪৯০ জন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন মোট ১ হাজার ২৩৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯২০, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২৩ জন।

Back to top button