সুনামগঞ্জ

সুনামগঞ্জে সরকারি চাল পাচার: ধরা পড়ে জরিমানা গুনলেন মেম্বার

সুনামগঞ্জের শাল্লায় ভিজিএফের ৬ বস্তা সরকারি চাল পাচারকালে ধরা পড়েছেন এক ইউপি সদস্য। ঘটনার খবর পেয়ে পাচারের চাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে চালগুলো অন্যত্র পাচারের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ অভিযান চালিয়ে হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রবীন্দ্র দাসের বাড়ি থেকে ওই চাল উদ্ধার করেন। পরে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান টিপু সুলতান নিজ ওয়ার্ডে ভিজিএফের চাল বিতরণ না করে পাশের ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামের রবীন্দ্র দাসের বাড়িতে চাল লুকিয়ে রাখে। পরে গোপন সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থল থেকে চালগুলো উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে ইউপি সদস্য টিপু সুলতান পালিয়ে যান।

রবীন্দ্র দাসের স্ত্রী রিতা রানী দাস বলেন, বুধবার টিপু মেম্বার এসে গরীবদের বিল দেওয়ার কথা বলে আমার ঘরে চাল রেখে যায়। পুলিশের ভয়ের কথা জানালে তিনি বলেন, পুলিশের বিষয়টি আমি বুঝব। এখানে কোনো পুলিশ আসবে না।

১নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু সুলতানের সাথে কথা হলে তিনি এপ্রতিবেদককে জানান, প্রতিপক্ষ আমাকে ফাঁসাতে উঠেপড়ে লেগেছে। তবে চালের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন নোয়াগাঁও গ্রামের নতুন হাটিতে চাল বিতরণ করার জন্য এগুলো রাখা হয়েছে। পাচারের জন্য নয়। নিজ ওয়ার্ডে বিতরণ না করে অন্য ওয়ার্ডে বিতরণের বিষয় জানতে চাইলে তিনি বলেন, নোয়া হাটির মানুষ খুব গরীব। তাই ওদের মাঝে বিতরণ করার জন্য এ চাল নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবু তালেব বলেন, ছোট-বড় ৬টি চালের বস্তা উদ্ধার করা হয়েছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে ওই ইউপি সদস্যকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Back to top button