
আশফাক জুনেদ, বড়লেখাঃ ঈদের মাত্র একদিন বাকি। আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে মুসলমানদের সবচেয়ে বড় দুই উৎসবের একটি পবিত্র ঈদুল আজহা। এই ঈদে মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানি দিয়ে থাকেন। তাই ঈদের দিন যতই ঘনিয়ে আসে ততই ভিড় বাড়ে পশুর হাটে। আর পশু বিক্রেতারাও নিজেদের পশুদের প্রতি ক্রেতার আকর্ষণ তৈরি করতে বিচিত্র আর উদ্ভট নাম দিয়ে নিজেদের পশুদের হাটে তুলেন। হিরো আলম, লালসালু, সমরাট, কালো মানিক, মেসি, রাজাবাবু, নেইমার, রোনালদোসহ নানা উদ্ভট নাম দিয়ে থাকেন বিক্রেতারা। এতে হাটে আসা দর্শনার্থীরা মজা পেলেও প্রকৃত ক্রেতারা বিব্রতবোধ করেন।
সরেজমিনে গত বুধবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রাম, উত্তর শাহবাজপুর, বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার পিএইচজি স্কুল মাঠ,বারইগ্রাম, মাথিউরা ঈদগাহ বাজারে অবস্থিত পশুর হাটে গিয়ে দেখা যায়, হাটে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য গরু, ছাগল ও ভেড়া এসেছে। ছোট বড় মাঝারি ধরনের পশু নিয়ে এসেছেন বিক্রেতারা। ক্রেতারাও পছন্দমত পশু কিনতে হাটে ভিড় করছেন। এসময় অনেক বিক্রেতা নিজেদের পশুদের উদ্ভট নামে ক্রেতাদের পরিচয় করিয়ে দিতে দেখা যায়। ‘হিরো আলম’ নামের একটি গরুর সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে ক্রেতার ঝাড়িও খেতে দেখা গেছে এক বিক্রেতাকে।
এদিকে পশুর হাট ছাড়াও অনেকে অনলাইনে নিজেদের গরু ও ছাগলের ছবি দিয়ে সাথে একটি উদ্ভট নাম দিয়ে বিক্রির বিজ্ঞাপন দিচ্ছেন। আবার কিছু কিছু বিক্রেতা সংবাদ মাধ্যমেও প্রচার করাচ্ছেন। এরকম অসংখ্য নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এবারের ঈদে ‘হিরো আলম’ নামের গরু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এনিয়ে ব্যক্তি হিরো আলমের মন্তব্য জানতে চাইলে এটাকে তিনি মানুষের ভালোবাসার প্রকাশ বলে জানিয়েছেন গণমাধ্যমে।
তবে বিক্রেতাদের এমন উদ্ভট আর রুচিহীন নাম নিয়ে বিব্রতবোধ করছেন ক্রেতারা। কোরবানি একটা ধর্মীয় ব্যাপার। আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই মুসলিম ধর্মাবলম্বীরা কোরবানি দিয়ে থাকেন। তাই এই কোরবানির পশুর এমন উদ্ভট নাম দিয়ে বিক্রি করাকে মোটেই ভালোভাবে নিচ্ছেন না ক্রেতারা। তারা এনিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।
এ বিষয়ে আব্দুর রহিম নামের লন্ডন প্রবাসী ক্রেতা বলেন ‘ একটা গরু কিনার জন্য বাজারে এসেছি। এসে দেখি একেকে গরুর একেক নাম। কেউ বলে ‘হিরো আলম’ কেউ বলে ‘নেইমার’। তাদের এমন নাম শুনে বিরক্তি আসে। ‘
সুহেল আহমদ নামের এক ক্রেতা বলেন, ‘ দুটি গরু কেনার জন্য এসেছি। আসার সময় একজন পরামর্শ দিচ্ছেন বাজারে আজ ‘মেসি’ ও ‘নেইমার’ উঠেছে দুজনইকেই কিনে নিয়েন৷ মেসি এবং নেইমার দু’জন খ্যাতিমান ফুটবলার। তাদের নাম গরুর সাথে দেওয়া বেমানান। তাদেরকে কোথায় নিয়ে আসা হয়েছে চিন্তা করেন। এটা খুব বাজে জিনিস। ‘
মামুন আহমদ নামের এক ক্রেতা বলেন, ‘ অনেক দুর থেকে গরু কেনার জন্য এসেছি। এসে একটি গরু দেখার সময় জানতে পারলাম এই গরুর নাম নাকি ‘রাজাবাবু’। মাঝারি সাইজের একটা গরু কেমনে রাজাবাবু হয়! আমি নাম শুনেই চলে আসি৷ পরে নামবিহীন একটা গরু কিনেছি।
হাফিজ আহমদ নামের এক ক্রেতা বলেন ‘ ফেসবুকে ঢুকলেই দেখি এত মন ওজনের নেইমার, ওতো মন ওজনের রোনালদো। এসব দেখতে দেখতে বিরক্তি চলে এসেছে। মানুষের রুচি কোন পর্যায়ে গেলে এমন উদ্ভট নাম দিতে পারে আমার জানা নেই। আজ বাজারে এসেও দেখলাম একই অবস্থা। এক বিক্রেতা বড় একটি কালো গরুর গলায় ফুলের মালা পরিয়ে এনেছেন। এটার নাম নাকি ‘কালো মানিক’।