সিলেটজৈন্তা

জৈন্তাপুরে ঘরবাড়ি সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন মন্ত্রী ইমরান

জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

৭ জুলাই বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সিলেট-৪ আসনের সংসদ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ উপজেলার চিকনাগুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত দু’টি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে উপজেলা এ কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারের ১০ হাজার করে টাকা তুলে দেন।

এসময়ে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, সহকারী কমিশনার( ভুমি) মিস রিপা মনি দেবি, জৈন্তাপুর মডেল থনার অফিসার ইনর্চাজ গোলাম দস্তগির আহমেদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলাউদ্দিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল আলী মঙ্গল,সাংগঠনিক সম্পাদক নৃপেন্দ কুমার দে, চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী,শাহজালাল রহ. ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি হেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমূখ।

Back to top button