বিয়ানীবাজারে দুর্যোগে সড়ক সংস্কারের এগিয়ে এলো ছাত্র জমিয়ত

সিনিয়র প্রতিবেদক : বন্যার পানিতে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন জায়গায় তলিয়ে যাওয়ার ফলে ঝুঁকি নিয়ে দিনের পর দিন যাতায়াত করছে সিলেট ও বিয়ানীবাজারগামী যানবাহন তবে সেই যানবাহনের পাশাপাশি বন্যার পানিতে দাপিয়ে বেড়াচ্ছেন সড়কে নিষিদ্ধ অবৈধ ট্রেক্টর এতেই সড়কে গর্ত ও ক্ষতির পরিমান বাড়ছে। সেই সড়কের গর্ত গুলো ও সড়ক দিয়ে প্রবাহিত পানির স্রোত কমাতে গতকাল বুধবার দিনভর নিজ উদ্যোগে মানুষের সেবা নিশ্চিতে কাজ করেছে বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়ত।
সরেজমিনে দেখা যায়, উপজেলার শেওলা ইউনিয়নে অবস্থিত কাকরদিয়া অংশ দিয়ে সিলেট-বিয়ানীবাজার যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেটির বিভিন্ন অংশ পানির নিচে তলিয়ে যাওয়া বড় বড় গর্ত সৃষ্টি হওয়া সহ ঘটছে দুর্ঘটনা ও।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমরা মানবিক দিক বিবেচনা করে সকলে মিলে চেষ্টা করেছি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক গুলো যাতে কিছু সময়ের জন্য হলেও চলাচল উপযোগী হয়। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত এসব সড়ক সংস্কারের কর্তৃপক্ষ খুব দ্রুত ব্যবস্থা নেবেন এমনটাই আশা করি আমরা।
এ সময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্র জমিয়ত সভাপতি আব্দুল হামীদ খান,বিয়ানীবাজার উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন খান,জমিয়ত নেতা মাওলানা জালাল আহমদ,বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি আব্দুল্লাহ,সাধারণ সম্পাদক জাহিদ আহমদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ রাহাত, সদস্য মুজাহিদুল ইসলাম,যুবনেতা আব্দুল্লাহ আল মামুন,রেদোয়ান আহমদ,ছাত্র জমিয়ত বিয়ানীবাজার সরকারী কলেক শাখার সাধারণ সম্পাদক এবাদুর রাহমান,শেওলা ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ শাহিদ আহমদ,চারখাই ইউনিয়ন ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক রেদোয়ান আহমদ, শেওলা ইউনিয়নের সাইফুল ইসলাম,মশহুদ আহমদ,আব্দুর রহিম প্রমুখ।