সিলেট বিভাগে এমপিওভুক্ত হলো যে ১৬৬ প্রতিষ্ঠান
![](https://beanibazartimes.com/wp-content/uploads/2022/07/331493.jpeg)
সারাদেশে নতুন করে ২ হাজার ৭১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত (মান্থলি পে অর্ডার) করেছে সরকার। এর মধ্যে সিলেট বিভাগের ১৬৬টি প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এমপিওভুক্ত প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে।
তালিকায় দেখা গেছে, সিলেট বিভাগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৩২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৬৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১৭টি উচ্চ মাধ্যমিক কলেজ, একটি ডিগ্রি কলেজ এমপিওভুক্ত হয়েছে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ১৯টি দাখিল মাদরাসা, ৯টি আলিম মাদরাসা ও একটি কামিল মাদরাসা রয়েছে। এ ছাড়া এইচএসসি বিএম প্রতিষ্ঠান রয়েছে একটি।
এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়>>
সিলেট জেলা: সিলেট জেলায় ১৪টি নিম্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এগুলো হলো- সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি একাডেমি স্কুল ও দেমাশাদ হাই স্কুল, ওসমানীনগরের ইয়াহিয়া চৌধুরী জুনিয়র হাই স্কুল ও জয়বুন্নেছা গার্লস হাই স্কুল, দক্ষিণ সুরমার অনিলগঞ্জ জুনিয়র হাই স্কুল, কোম্পানীগঞ্জের দিগলবাকেরপার ফেদারগাঁও জুনিয়র হাই স্কুল, গোয়াইনঘাট ইমরান আহমদ গার্লস স্কুল, নলজুরি সপ্তগ্রাম জুনিয়র স্কুল, জৈন্তাপুরের এম আহমদ পাবলিক জুনিয়র স্কুল, বিয়ানীবাজারের চারখাই তাহিরুননেছা চৌধুরী একাডেমি, বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া হাইস্কুল, বিবিরাজ জুনিয়র হাই স্কুল, হাজী ফয়জুর রহমান একাডেমি এবং গোলাপগঞ্জের মকবুল আহমেদ আইডিয়াল একাডেমী।
সুনামগঞ্জ জেলা: এ জেলায় ৬টি নিম্ন মাধ্যমিক প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এগুলো হলো- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আব্দুর রশিদ মেমোরিয়াল জুনিয়র স্কুল, শাল্লা উপজেলার প্রতাপপুর পাবলিক জুনিয়র হাই স্কুল, মাহিম চন্দ্র জুনিয়র হাই স্কুল, আব্দুল মান্নান চৌধুরী জুনিয়ার স্কুল, ছাতক উপজেলার হাজী রইছ আলী জুনিয়র সেকেন্ডারি স্কুল ও মোগলগাঁও জুনিয়র স্কুল।
মৌলভীবাজার জেলা: মৌলভীবাজারে এমপিওভুক্ত হওয়া ৫টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হলো- বড়লেখা উপজেলার সোনতুলা হাইস্কুল, জুড়ী উপজেলার কৃষ্ণনগর বাছিরপুর জুনিয়র স্কুল, কুলাউড়া উপজেলার মনোহরপুর জুনিয়র হাই স্কুল, রাজনগর উপজেলার অন্তেহরি আদর্শ হাই স্কুল এবং কমলগঞ্জ উপজেলার বদরুন নাহার ভুইয়া জুনিয়র গার্লস স্কুল।
হবিগঞ্জ জেলা: এ জেলায় এমপিওভুক্ত হয়েছে ৭টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এগুলো হলো- হবিগঞ্জ সদর উপজেলার কালনি নোয়াবাগ জুনিয়র স্কুল, এডভোকেট মো. আবু জাহির হাই স্কুল, গঙ্গানগর হাই স্কুল, আলী ইদ্রিস হাই স্কুল, হাজী আমির আলী জুনিয়র স্কুল, চুনারুঘাটের চাটপাড়া আইডিয়াল একাডেমি ও সৈয়দ শামসুর রহমান হাই স্কুল।
এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়>>
সিলেট জেলা: এ জেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায় রয়েছে। এগুলো হলো- সিলেট সদর উপজেলার মইয়ারচর আইডিয়াল হাই স্কুল, শাহজালাল আদর্শ গার্লস হাই স্কুল, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল, বিশ্বনাথ উপজেলার ইলামেরগাঁও হাই স্কুল, সৎপুর হাই স্কুল ও হযরত ওমর ফারুক (রা.) একাডেমি, ওসমানীনগরের মো. মজনু মিয়া একাডেমি, কোম্পানীগঞ্জের পারকুল হাই স্কুল ও কলাবাড়ী হাই স্কুল, গোয়াইনঘাটের গুরুকচি হাই স্কুল, আলহাজ্ব আব্দুল মজিদ হাই স্কুল ও বীরমঙ্গল হাই স্কুল, জৈন্তাপুর উপজেলার ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন হাই স্কুল, মাওলানা আব্দুল লতিফ-জুলেখা গার্লস হাই স্কুল, কানাইঘাটের বড়চতুল হাই স্কুল, জকিগঞ্জের আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতন, জকিগঞ্জ গার্লস হাই স্কুল, বিয়ানীবাজার বাহাদুরপুর হাই স্কুল, সৈয়দা ফারহান হোসাইন হাই স্কুল, সালেশ্বর হাই স্কুল।
সুনামগঞ্জ জেলা: এ জেলায় এমপিওভুক্ত মাধ্যমিক প্রতিষ্ঠানগুলো হলো- ধর্মপাশা উপজেলার লায়েছ ভূঁইয়া হাই স্কুল এন্ড কলেজ, আবিদনগর হাই স্কুল, মধ্যনগর পাবলিক গার্লস হাই স্কুল ও একতা সেকেন্ডারি স্কুল, জামালগঞ্জের হাজী আছির উদ্দিন হাই স্কুল, তাহিরপুরের হাজী এম এ জাহের হাই স্কুল, মোয়াজ্জেমপুর হাই স্কুল, কাউকান্দি হাই স্কুল ও আলহাজ্ব জয়নুল আবেদীন গার্লস হাই স্কুল, দিরাই উপজেলার আলহাজ্ব আব্দুল্লাহ হাই স্কুল, শাল্লা উপজেলার বলরামপুর পাবলিক হাই স্কুল, মাহমুদনগর হাই স্কুল ও ভরাদহর সরলাল হাই স্কুল, জগন্নাথপুর উপজেলার কেশবপুর হাই স্কুল, গুলবাহার গার্লস স্কুল, সুনামগঞ্জ সদরের শান্তিগঞ্জ মডেল হাই স্কুল, ছাতক হায়দরপুর হাই স্কুল, কামরাঙ্গি জনতা জুনিয়র হাই স্কুল, দোয়ারাবাজারের মুহিবুর রহমান মানিক সোনালী নূর হাই স্কুল, সোনালী চেলা হাই স্কুল, বাঁশতলা চৌধুরীপাড়া শহীদ স্মৃতি হাই স্কুল।
মৌলভীবাজার জেলা: এখানে এমপিওভুক্ত হওয়া ১৭টি মাধ্যমিক বিদ্যালয় হলো- বড়লেখা উপজেলার ছোটলেখা হাই স্কুল, কিশোরগুল হাই স্কুল, হাজী শামসুল হক আদর্শ হাই স্কুল, পশ্চিম বর্ণি এ বি হাই স্কুল, কানশি হাকালুকি গার্লস হাই স্কুল, জুড়ী উপজেলার রাঘনা বটুলি হাই স্কুল, কুলাউড়া উপজেলার লংলা হাই স্কুল, হায়দরগঞ্জ হাই স্কুল, রাজনগর হাই স্কুল, শাহ সুন্দর হাই স্কুল, নবীগঞ্জ আদর্শ হাই স্কুল, সুলতানপুর গার্লস হাই স্কুল, অগ্রণী হাই স্কুল, রাজনগরের আলহাজ্ব আব্দুল মুক্তাদির একাডেমি, কমলগঞ্জের শমসেরনগর বিএফ শাহীন কলেজ ও শহীদ স্মৃতি হাই স্কুল এবং শ্রীমঙ্গলের শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া হাই স্কুল।
হবিগঞ্জ জেলা: এ জেলার ৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এগুলো হলো- বানিয়াচং উপজেলার বানিয়াচং মেধাবিকাশ হাই স্কুল, উত্তর সাঙ্গর হাই স্কুল, হবিগঞ্জ সদরের মির্জাপুর হাই স্কুল ও আদর্শ গার্লস হাই স্কুল, চুনারুঘাটের সুবহে সাদেক হাই স্কুল, দূর্গাপুর আলোর পথে হাই স্কুল, গাজীনগর হাই স্কুল ও কালীকাপুর হাই স্কুল এবং মাধবপুর উপজেলার সুলতানপুর হাই স্কুল।
এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়>>
সিলেট জেলা: এখানে ৮টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এগুলো হলো- সিলেট সদর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ ও শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম ডিবিআই পাক্ষিক হাই স্কুল, জকিগঞ্জের গুরু সদয় স্কুল এন্ড কলেজ, বিয়ানীবাজারের দুবাগ হাই স্কুল এন্ড কলেজ, গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ, রানাপিং আদর্শ হাই স্কুল এন্ড কলেজ ও হাজী আব্দুল আহাদ হাই স্কুল এন্ড কলেজ।
সুনামগঞ্জ জেলা: এখানে এমপিওভুক্ত হওয়া ৩টি প্রতিষ্ঠান হচ্ছে- জগন্নাথপুর শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজ, ছাতক বুরাইয়া স্কুল এন্ড কলেজ এবং দোয়ারাবাজারের বগুলা রুসমাত আলী রামসুন্দর হাই স্কুল।
মৌলভীবাজার জেলা: এমপিওভুক্ত হওয়া ৪টি প্রতিষ্ঠান হলো- বড়লেখা শাহবাজপুর হাই স্কুল এন্ড কলেজ, কুলাউড়া ছাকাপন হাই স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার সদরের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ এবং রাজনগরের তারাপাশা হাই স্কুল এন্ড কলেজ।
হবিগঞ্জ জেলা: এ জেলায় ৪টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এগুলো হলো- বাহুবল উপজেলার মিরপুর গার্লস হাই স্কুল এন্ড কলেজ, চুনারুঘাটের মাসুদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজ, আমুরোড হাই স্কুল এন্ড কলেজ ও মাধবপুরের চৌমুহনী খুরশীদ হাই স্কুল এন্ড কলেজ।
এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক কলেজ>>
সিলেট জেলা: এমপিওভুক্ত ৩টি প্রতিষ্ঠান হচ্ছে- গোয়াইনঘাটের সালুটিকর কলেজ, রুস্তমপুর কলেজ ও আলীরগাঁও কলেজ।
সুনামগঞ্জ জেলা: দক্ষিণ সুনামগঞ্জ আব্দুল মজিদ কলেজ, জগন্নাথপুরের সৈয়দপুর আদর্শ কলেজ ও স্বড় পল্লী হাই স্কুল এন্ড কলেজ পেয়েছে এমপিও।
মৌলভীবাজার জেলা: এমপিওভুক্তির তালিকায় থাকা ৬টি প্রতিষ্ঠান হলো- বড়লেখার সুজানগর পাথারিয়া কলেজ, এম মুন্তাজিম আলী কলেজ, দাসের বাজার আদর্শ কলেজ, কমলগঞ্জের শমসেরনগর বিএফ শাহীন কলেজ ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ, শ্রীমঙ্গলের উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ কলেজ।
হবিগঞ্জ জেলা: নবীগঞ্জের কীর্তি নারায়ণ কলেজ, আজমিরিগঞ্জের পাহাড়পুর আদর্শ কলেজ, হবিগঞ্জ সদরের আলেয়া-জহির কলেজ, কবির কলেজিয়েট একাডেমি ও হাজী চেরাগ আলী কলেজ এসেছে এমপিওভুক্তির তালিকায়।
এমপিওভুক্ত ডিগ্রি কলেজ>>
সিলেট বিভাগে একমাত্র সুনামগঞ্জের ছাতক জনতা কলেজ নতুন এমপিওভুক্তির তালিকায় এসেছে।
এমপিওভুক্ত দাখিল মাদরাসা>>
সিলেট জেলা: এখানে এমপিওভুক্ত হয়েছে ৯টি প্রতিষ্ঠান। এগুলো হলো- বালাগঞ্জ হযরত শাহজালাল (রহ.) আতাসন লতিফিয়া দাখিল মাদরাসা, বিয়ানীবাজারের শারপার হাফিজিয়া দাখিল মাদরাসা, বিশ্বনাথের বুরকি হাফিজিয়া দাখিল মাদরাসা, ফেঞ্চুগঞ্জের আল ফারুক উইমেন্স দাখিল মাদরাসা, গোলাপগঞ্জের মোল্লাবাড়ী জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, কানাইঘাটের ফাগু ঝিঙ্গারখাল মিতলাউল উলুম দাখিল মাদরাসা, হাজী আব্দুল খালিক মহিলা দাখিল মাদরাসা, জকিগঞ্জের উত্তরকুল দারুসসুন্নাহ দাখিল মাদরাসা ও পিরনগর ইসলামিয়া দাখিল মাদরাসা।
সুনামগঞ্জ জেলা: ছাতক উপজেলার সরষপুর আল ইখওয়ান বালিকা দাখিল মাদরাসা ও তাহিরপুরের শাহজালাল জামেয়া আরাবীয়া দাখিল মাদরাসা এমপিওভুক্ত হয়েছে।
মৌলভীবাজার জেলা: এ জেলার সদর উপজেলার মরকনা দাখিল মাদরাসা, রাজনগরের ইন্দেশ্বর কালাইরগুল দাখিল মাদরাসা, জুড়ী জায়ফর নগর ইসলামীয়া মহিলা দাখিল মাদরাসা, কমলগঞ্জের বড়ছাগ সুন্নিয়া দাখিল মাদরাসা, কুলাউড়ায়ার গঙ্কিয়া দাখিল মাদরাসা ও বাংলা টিলা দাখিল মাদরাসা এমপিওভুক্ত হয়েছে।
হবিগঞ্জ জেলা: এমপিওভুক্ত হওয়া দুটি প্রতিষ্ঠান হলো- নবীগঞ্জের মাধবপুর আহমদপুর গালিমপুর মোহাম্মদীয়া দাখিল মাদরাসা ও নবীগঞ্জের কসবা ইসলামীয় দাখিল মাদরাসা।
এমপিওভুক্ত আলিম মাদরাসা>>
সিলেট জেলা: বালাগঞ্জ উপজেলার চান্দাইরপাড়া এস এইচ ইসলাম মাদরাসা, গোলাপগঞ্জের হাজী আব্দুস শহীদ মহিলা আলিম মাদরাসা ও সিলেট সদরের হাউসা ফুরকানিয়া ইরফানিয়া দাখিল মাদরাসা এমপিওভুক্ত হয়েছে।
সুনামগঞ্জ জেলা: এমপিওভুক্ত হওয়া ২টি প্রতিষ্ঠান হচ্ছে- ছাতক পালপুর জালালিয়া আলিম মাদরাসা ও দোয়ারাবাজারের বারাউরি দারুস সুন্নাহ বহুমুখী আলিম মাদরাসা।
মৌলভীবাজার জেলা: জুড়ী উপজেলার হযরত শাহ খাকি (রহ.) ইসলামিয়া আলিম মাদরাসা, কুলাউড়ার ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা দাখিল মাদরাসা ও মৌলভীবাজার সদরের উত্তর মুলায়েম মল্লিক সরাই দাখিল মাদরাসা এমপিওভুক্ত হয়েছে।
হবিগঞ্জ জেলা: নবীগঞ্জের হযরত শাহজালাল (রহ.) আলিম মাদরাসা এমপিওভুক্ত হয়েছে।
এমপিওভুক্ত কামিল মাদরাসা>>
সিলেট বিভাগে একমাত্র সিলেট জেলার কানাইঘাটের মনসুরিয়া কামিল মাদরাসা এমপিওভুক্ত হয়েছে।
এর বাইরে এইচএসসি বিএম কলেজ হিসেবে সিলেট বিভাগে একমাত্র হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আসাদ আলী ডিগ্রি কলেজ এমপিওভুক্ত হয়েছে।