সুনামগঞ্জ

‘প্রধানমন্ত্রী নিজেও জানেন না, কত বড় উপকার করেছেন’

সুনামগঞ্জ প্রতিনিধিঃ ‘ভিক্ষা করে জীবন চালাই, বন্যায় ঘর বাড়ি ভেঙে শেষ। কি করমু কোনো পথ দেখছিলাম না, দিশেহারা হয়ে পড়িছি। প্রধানমন্ত্রীর দেওয়া দশ হাজার টাকা এখন পাইলাম, কত বড় যে উপকার হইছে তা বইলা শেষ করতে পারতাম না। এখন মনে সাহস আর পথের দেখা পাইছি। তিনি নিজেও জানেন না, আমার মতো এই অসহায়ের কত বড় উপকার করেছেন। পাশে দাঁড়িয়ে অভিভাবকের কাজ করছে। তার এই সহায়তার কথা ভুলার মতো না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দশ হাজার টাকা পেয়ে আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলেন অজুফা বেগম। সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের জন্য পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই টাকা থেকে সিলেটের পাঁচ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়। সেই টাকা পেয়ে এভাবেই খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অজুফা বেগম।

অজুফা বেগম বলেন, ‘আমি ভিক্ষা করে সংসার চালাই। ছেলে থাকলেও তার দেখাশুনা করে না।’

এর মধ্যে বন্যার পানি বাড়ায় চরম দুর্ভোগের শিকার হয়েছে অজুফার মতো মনিরা বেগম, মিনারা খাতুন, তৌফিক মিয়া। তারা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির, কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দোলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী ক্ষতিগ্রস্তদের হাতে নগদ টাকা তুলে দেন।

উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, ‘আমি প্রতিটি ক্ষতিগ্রস্থ বাড়ি দেখে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার চিহ্নিত করেছি। তাদের হাতে দায়িত্বশীলদের উপস্থিতিতে দশ হাজার টাকা হাতে তুলে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই দুঃসময়ে টাকা পেয়ে আবেগাপ্লুত ও অনেক খুশি।’

ইউএনও মো. রায়হান কবির বলেন, ‘দেশের প্রায় সব নদ-নদীর পানি কমা অব্যাহত থাকায় উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। তবে দুর্গত অঞ্চলে পানিবাহিত রোগব্যাধি বাড়ছে। বন্যাকবলিত মানুষের কাছে ঈদের আনন্দ এখন আকাশের তারার মতো তাই ওই সব মানুষের ঘর মেরামত করে ঈদের আনন্দ করার জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাকা পেয়ে তারা খুব খুশি।’

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, বানের পানি কমলেও বন্যাদুর্গতদের মধ্যে নেই আসন্ন ঈদুল আজহা বা কোরবানি ঈদের ছিটেফোঁটা আনন্দ। ভয়াবহ বন্যায় তাদের সব স্বপ্ন ভেসে গেছে। সাজানো ঘরবাড়ি, গবাদিপশু, গোলা ভরা ধান সব হারিয়ে তারা এখন রীতিমতো নিঃস্ব। তাদের পাশে দশ হাজার টাকা সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Back to top button