মৌলভীবাজার
মৌলভীবাজারে যুবকের কার্টনবন্দি লাশ উদ্ধার

মৌলভীবাজারে অজ্ঞাত এক যুবকের কার্টনবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ২টার দিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের খঞ্জনপুর গ্রামের ইমাদ ভ্যারাইটিজ স্টোরের সামন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
ইমাদ ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী রাসেল আহমদ বলেন, রাতে আমার ভাই দোকানে ঘুমিয়েছিল। সে দুর্গন্ধ পেয়ে আমাকে ফোন করে। পরে দোকানের সামনে এসে কার্টনের ভেতর হাত-পা বাঁধা এক ব্যক্তির লাশ দেখতে পাই। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। স্থানীয়রাসহ কেউই লাশটি শনাক্ত করতে পারেননি।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, লাশের পরিচয় ও হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।