বিয়ানীবাজার-বড়লেখায় বাইক চলাচলে ট্রাফিক পুলিশের অভিযান!

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এক জেলা থেকে অন্য জেলায় বাইক চলাচলের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ঈদের আগে এবং পরে মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতেই এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সেই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে আজ মঙ্গলবার(০৫ জুলাই) থেকে সিলেট জেলার কোন বাইক মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অপ্রয়োজনে যেতে দেওয়া হচ্ছে না। এবং সেখান থেকে সিলেট জেলার বিয়ানীবাজারে কোন বাইক আসতে দেওয়া হচ্ছে না।
মঙ্গলবার(০৫ জুলাই) সকাল থেকে বিয়ানীবাজার বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের সিলেট জেলার শেষ সীমানা বারইগ্রাম ব্রিজের উপর(বিয়ানীবাজার অংশে) ট্রাফিকের বিশেষ এ অভিযান শুরু হয়। অভিযানের সময় বড়লেখা থেকে বিয়ানীবাজারগামী প্রত্যেকটি বাইককে আটকিয়ে কাগজপত্র যাছাই বাছাই করে কারণ দর্শানো সাপেক্ষে অনেকেই যেতে পারলেও অনেককেই ফিরে যেতে হয়েছে।
এর আগে রবিবার বিকালে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জরুরি একটি সভা শেষে সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন- এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরবাইক চলাচল করবে না।
এই সময় দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং সার্ভিসও বন্ধ থাকবে। সেই প্রজ্ঞাপণনুযায়ী ইতিমধ্যে শুরু হয়েছে বাইকের উপর নিষেদ্ধাজ্ঞা প্রয়োগ