সিলেট

সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

টাইমস ডেস্কঃ সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। রোববার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল সড়কের চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩ নম্বর ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সিলেট সদর উপজেলার পীরেরবাজার হাতুয়া গ্রামের ফিরোজ মহরির ছেলে আজিম উদ্দিন (১৯), পার্শ্ববর্তী আটগ্রাম খেওয়া এলাকার আব্দুল আহাদের ছেলে জসিম উদ্দিন (১৬) ও শহরতলীর শাহ পরান ইসলামপুরের শ্যামলী আবাসিক এলাকার সুবিদুর রহমানের ছেলে ওমি (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সিলেট-তামাবিল সড়কে একটি ট্রাক মোটরসাইকেলটিকে দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় আজিম। গুরুতর অবস্থায় অপর দু’জনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওমি। রাত পৌনে ৮টার দিকে সেও মারা যায়।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমেদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও অপর দুজন হাসপাতালে মারা গেছে।

জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র রায় জানান, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারা গেছে। তারা দুজনই মোটরসাইকেল আরোহী ছিল। তাদের সঙ্গীয় আরেকজন আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রাতে সেও মারা গেছে।

Back to top button