বিয়ানীবাজারে রাস্তায় কমেছে পানি, ভাড়া কমবে কবে?

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ বেশীরভাগ রাস্তায় কমেছে বন্যার পানি। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে যান চলাচল। তবুও কমছে না বন্যার অজুহাতে বাড়ানো যাত্রীভাড়া। এনিয়ে কারো যেনো কিছু করার নেই।
সিলেট-বিয়ানীবাজারের বাস চলাচল সীমিত হওয়ার পর ২০-৩০ টাকা ভাড়া বেড়েছিলো। তবে গত দুইদিন থেকে পানি কমায় বাস চলাচল কিছুটা বাড়লেও ভাড়া কমেনি অভিযোগ যাত্রীদের। একই সাথে সিলেটে যাইয়া সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া ৫০ টাকা বাড়িয়েছিলেন চালকরা। তবে পানি কমার পরও ভাড়া যেইসেই আদায় করা হচ্ছে বলে সিলেটগামী যাত্রীদের অভিযোগ।
যাত্রীবাহি যান চলাচল সীমিত থাকার কারনে অবৈধ ট্রাক্টর চলেছে সড়কগুলোতে। তারা স্বাভাবিক ভাড়ার দ্বিগুন নিয়েছেন যাত্রীদের কাছ থেকে, অবৈধ ট্রাক্টর সড়কে চলাচলের কারনে রাস্তার অবস্থা হয়েছে বেগতিক।
শুধু সিলেট-বিয়ানীবাজার রুটে ভাড়া বাড়েনি, প্রায় প্রত্যেক গ্রামীন সড়কে ভাড়া বাড়িয়েছেন চালকরা। তবে এখন পর্যন্ত টমটম, অটোরিক্সা সহ বেশীরভাগ যানের ভাড়া কমেনি।
বন্যায় বেশীর ভাগ মানুষ এমনিতেই রয়েছেন দূর্ভোগে, তার উপর যানবাহনের অনাকাংঙ্খিত ভাড়া বৃদ্ধিতে মানুষের বাড়ছে নাভিশ্বাস। এব্যাপারে প্রশাসনের কড়া নজরদারির কথা জানালেন দুবাগ থেকে আসা শাওন নামের এক তরুন। তিনি জানান, দুবাগ থেকে বিয়ানীবাজার পৌরশহরে আসতে প্রায় দ্বিগুন খরচ করতে হয়।