বড়লেখায় মাছ ধরতে গিয়ে নৌকা থেকে নিখোঁজ ব্যাবসায়ী কয়েছ!
নিজস্ব প্রতিবেদকঃ বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের গাজি টেখা গ্রামের আব্দুল আজিজ কয়েছ নামে এক যুবক শনিবার দিবাগত রাত ৭ ঘটিকায় শখের বসে মাছ ধরতে বেড়িয়েছিলেন পাশের ইউনয়িন সুরি কান্দির হাওরে ৷ সাথে ছিলেন তার ভাই আব্দুর রুফ৷
মাছ ধরতে গিয়ে হঠাৎ করে উলটে যায় নৌকা। বড় ভাই আব্দুর রুফ কোন ভাবে তীরে আসতে পারলেও পারেন নি ছোট ভাই বড়লেখা বাজারের ব্যাবসায়ী আব্দুল আজিজ কয়েছ। ঘটনার সময় তিনি পানিতে ডুবে নিখোজ হন৷
পানিতে ডুবার খবর পেয়ে সেখানে ছুটে আসেন বড়লেখা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘন্টাখানিক খোজাখুজি করেও পাওয়া যায় নি নিখোজ আব্দুল আজিজ কয়েছকে। তখন প্রয়োজন হয় ডুবুরির।
ডুবুরি বড়লেখা কিংবা মৌলভীবাজারের না থাকায় রবিবার(০৩ জুলাই) সকালে সিলেট থেকে ডুবুরি ইউনিট এনে আবার ও উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান বড়লেখা ফায়ার স্টেশনের কর্মীরা প্রতিবেদন লিখা পর্যন্ত নিখোঁজ কয়েছ আহমেদ কে পাওয়া যায় নি৷
পারিবারিক সূত্রে জানা যায় নিখোজ আব্দুল আজিজ ৫ সন্তানের জনক৷ ৬ ঘন্টা অতিবাহিত হওয়ার পর ও পানিতে তাকে খুজে না পাওয়ায় পরিবারে চলছে এখন সুখের মাতম।