বাড়ির দখলে থাকতে পারবে না রাস্তার ড্রেন, দ্রুত কাজ শুরু হবে বারইগ্রাম-আছিরগঞ্জ রাস্তার!
জুবায়ের আহমদঃ বারইগ্রাম-আছিরগঞ্জ রাস্তার বেহাল দশা কয়েক বছর থেকে। অথচ এই রাস্তা দিয়ে চলাচল করেন উপজেলার কয়েক হাজার মানুষ। এবারের বন্যার কারণে আরও ক্ষতি হয়েছে রাস্তাটির। এখন এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করা বিপদজনক হয়ে উঠেছে। অনেক সময় বড় বড় গর্তের মধ্যে যানবাহন পড়ে ঘটে দুর্ঘটনা। তারপরও বাধ্য হয়ে বিপদজনক অবস্তায় এই রাস্তা দিয়ে সাধারণ মানুষকে চলতে হচ্ছে।
অথচ এই রাস্তাটি বিয়ানীবাজার-বড়লেখা এই দুই উপজেলার মানুষ সিলেট যাওয়ার জন্য বাইপাস রোড হিসেবে ব্যাবহার করে থাকেন।
শনিবার (০২ জুলাই) বন্যাকবলিত মানুষকে দেখতে এসে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ(এমপি) এই রাস্তাটি পরিদর্শন করেছেন। পরিদর্শন করে তিনি জানান এই রাস্তাটির কাজ খুব দ্রুত শুরু হবে।
রাস্তাটি পরিদর্শনকালে বিয়ানীবাজার টাইমসের প্রশ্নের মুখোমুখী হন সাংসদ নুরুল ইসলাম নাহিদ। বিয়ানীবাজার টাইমসের প্রতিবেদকের মাধ্যমে তিনি জানতে পারেন এই রাস্তাটি ভাঙ্গার প্রধান কারণ হচ্ছে রাস্তার পাশের বিভিন্ন জায়গার ড্রেন আশেপাশের বিভিন্ন বাড়ির দখলে। যার কারণে বৃষ্টির পানি প্রবাহিত হয় রাস্তার উপর দিয়ে। শুধু বৃষ্টির পানি নয় সেই বাড়ি গুলোর পানি ও যায় রাস্তার উপর দিয়ে। এর বিরুদ্ধে কোন ব্যাবস্তা গ্রহণ করা হবে কী না এমন প্রশ্নের জবাবে সাবেক শিক্ষামন্ত্রী জানান সরকারি জায়গা প্রশাসনের মাধ্যমে উদ্ধার করা হবে। এই রাস্তাটা সবার। সেজন্য সবাইকে সচেতন হতে হবে। নিজের লাভের আশায় সরকারি সম্পত্তি নষ্ট করার অধীকার কারো নেই। এই দিকে কড়া নজড় দেওয়া হবে বলে জানান সাবেক শিক্ষামন্ত্রী।
তিনি আরও বলেন খুব শিঘ্রই এই রাস্তার কাজ শুরু হবে। এসময় স্থানীয়রা সাবেক শিক্ষামন্ত্রীর কাছে রাস্তাটির আরিসিসি ঢালাইয়ের জন্য আবেদন করেন।