বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বিপনী বিতানে নেই ক্রেতাদের সমাগম, হতাশ ব্যাবসায়ীরা!

স্টাফ রিপোর্টারঃ আর মাত্র হাতে গুনা কয়েকটা দিন। তারপর ত্যাগ আর মহিমার দিন ঈদুল আযহা। সৃষ্টি কর্তাকে খুশি করার দিন। আনন্দে উল্লাসে মেতে ওঠার দিন। সব ব্যাথা ভুলে একে অন্যকে বুকে টেনে নেওয়ার দিন। পবিত্র ঈদুল আযহা ১০ জুলাই।

ঈদকে সামনে রেখে আশার স্বপ্ন ভুনেছিলেন বিয়ানীবাজারের বস্ত্রবিতানের ব্যাবসায়ীরা। পিছনের সব ক্ষতি তুলে নেওয়ার ও সব ধরণের প্রস্থুতি গ্রহণ করেছিলেন তারা। সব লন্ড ভন্ড করে দিয়েছে বন্যা। আশায় বসে থাকা ব্যাবসায়ীরা এখন নিরাশ। শনিবার(০২ জুলাই) সরেজমিনে বিভিন্ন শপিংমল ঘুরে দেখা যায় বস্ত্র বিতান গুলোতে এখন খুব একটা ক্রেতাদের সমাগম হচ্ছে না। অথচ ঈদের আগে কোন বছরই এমন চিত্র কখনো দেখা যায় নি বস্ত্র বিতান গুলোতে।

সাব্বির আহমেদ একটি বস্ত্রবিতানের মালিক। বিয়ানীবাজার টাইমসকে তিনি জানান এবারের ঈদে ক্রেতাদের সমাগম খুবই কম। কারণ হিসেবে তিনি বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, অনেক এলাকা এখন ও পানির নিচে। পৌরশহরের আশে পাশের কিছু এলাকা থেকে ক্রেতারা আসছেন। এবারের ঈদে ভালো ব্যাবসা করার সুযোগ নেই বলে জানান তিনি। তার সাথে একই সুর মিলান আরও কয়েকজন ব্যাবসায়ী।

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে এই বন্যায় বস্ত্র হারা, ঘর হারা অসহায় পরিবারগুলোতে কী পৌছাবে ঈদের আনন্দ। নাকি ভাগ্যের নুনাজলে অন্ধ্যকার কুটুরিতে এবারের ঈদের আনন্দ তারা ভাগাভাগি করবেন একে অন্যের মাঝে।

Back to top button