সিলেট

গোয়াইনঘাট সীমান্তে বিজিবির গরু উদ্ধার

গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দী সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আসা ২৪টি ভারতীয় গরু ও  ১টি কাঠের তৈরি নৌকা আটক করেছে।

স্থানীয় ভিতরগুল এলাকায়  সীমান্ত বাংলাদেশ অভ্যন্তর থেকে এসব গরু আটক করা আটক করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন  ৪৮ ব্যাটালিয়নের বিছনাকান্দি ফাঁড়ির নায়েক সুবেদার হারুন অর রশিদ।  বিজিবি সূূত্র জানায়, উদ্ধারকৃত মালাামালের আনুমানিক মুল্য ২৭ লক্ষ টাকা।

Back to top button