বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে শতাধিক বন্যার্তদের মধ্যে খাঁ পরিবারের উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শালেশ্বর গ্রামে শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে হুনাম পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ইউনিয়নের এই গ্রামে পানি বন্ধি এ সব মানুষের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় উপহার হিসেবে বিতরন করা হয়।
উপহার সামগ্রী বিতরণ করা সুমন খা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের শেওলা ইউনিয়নের মানুষের মধ্যে আমাদের হুনাম খা পরিবারের পক্ষ থেকে দাড়ানোর চেষ্টা করেছি। পরিস্থিতি ভয়াবহ হলে আমরা আমাদের এই উপহার সামগ্রী দেয়া অব্যাহত রাখবো।
উল্লেখ্য, সিলেট সহ বিয়ানীবাজারে উপজেলার দশটি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে ঘর বাড়ি পানির গর্ভে হারিয়ে আশ্রয় কেন্দ্রে অসহায় জীবনযাপন করছেন কয়েক লাখ বানভাসি মানুষ।