সুনামগঞ্জ

সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি

গত তিন দিনের উজানের ঢল ও বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজার এবং সদর উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এসব এলাকার নিম্নাঞ্চলে পানি বেড়েছে। এতে আবারও পানিবন্দি হয়ে পড়েছেন মানুষ।

টানা বৃষ্টির কারণে সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চলের রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। বানভাসি মানুষের দুর্ভোগ বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ‘বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। তবে এখনও বিধ্বংসী হয়ে ওঠেনি। এভাবে বৃষ্টি হলে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা ক্ষীণ।’

সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ১১ সেন্টিমিটার বেড়েছে। সীমান্ত নদী যাদুকাটা, খাসিয়ামারা, চেলা, চলতিসহ পাহাড়ি নদী দিয়ে স্বল্প পরিমাণে উজানের ঢল নামছে। ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন সেনাবাহিনী নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। এ ছাড়া দুর্গত এলাকায় জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন ত্রাণ বিতরণ করেছে।

Back to top button