সুনামগঞ্জ

দোয়ারায় আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুসল্লীর মৃত্যু

দোয়ারাবাজার উপজেলায় আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামসুন নুর (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার দোহালিয়া ইউনিয়নস্থ জীবনপুর (সুনাই নগর) গ্রামের মসজিদে মাগরিবের আজান দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।

সামসুন নুর এই মসজিদের নিয়মিত মুসল্লী এবং ওই গ্রামের মৃত রোয়াব উল্লার ছেলে।

জানা যায়, বুধবার মাগরিবের নামাজের জন্য মসজিদে উপস্থিত হয়ে মোয়াজ্জিন না থাকায় নিজেই আজান দিতে মাইক্রোফোন হাতে নেন এবং উক্ত মাইক্রোফোনের সাথে বিদ্যুৎতাড়িত হয়ে মারা যান।

স্থানীয় ইউপি’র মেম্বার জিয়াউর রহমান জানিয়েছেন, থানা পুলিশকে অবগত করা হয়েছে। আগামীকাল পারিবারিক গোরাস্তানে দাফন সম্পন্ন হবে।

তিনি বলেন, সামসুন নুর সহজ সরল জীবন-যাপন করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Back to top button