সিলেটে বসছে ৪১ কোরবানির পশুরহাট

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা ও মহানগরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪১টি কোরবানির পশুরহাট বসার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে নগর এলাকায় ৬টি এবং জেলায় ৩৫টি পশুরহাট প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকালে সিলেট জেলা প্রশাসকের হলরুমে পবিত্র ঈদ উল আজহা উদযাপন ও অস্থায়ী পশুরহাট স্থাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জ্যাতির্ময় সরকার, র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার সৌমেন মজুমদার, সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নিরা, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ফারজানা আক্তার মিতু প্রমুখ।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, সিলেট নগরে ৬টি এবং জেলায় ৩৫টি পশুরহাট প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে। এর বাহিরে কোথাও কোরবানির পশুরহাট বসার অনুমতি নাই। কোথাও অবৈধভাবে হাট বসলে আমরা ব্যবস্থা নেব।
বন্যাকবলিত সিলেট জেলার খোঁজখবর সার্বক্ষণিক প্রধানমন্ত্রী নিচ্ছেন উল্লেখ করে ডিসি মজিবর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বন্যার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। আশাকরি খুব শ্রীঘ্রই বন্যা পরবর্তী পুনর্বান সংক্রান্ত নির্দেশনা আসবে।