সিলেট

গোলাপগঞ্জে ছেলেকে বাঁচাতে গিয়ে মা খুন

গোলাপগঞ্জে ছেলেকে বাঁচাতে গিয়ে ইটের আঘাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধ মা হাওয়া বেগম (৫৫)। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের উপর এখলাছপুর গ্রামের জেটুখাল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম ওই গ্রামের মৃত আবদুল খালিকের স্ত্রী।ঘটনার পর হামলাকারী পালিয়ে গেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে নিহত নারীর লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেণ করে।

ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার সেকেণ্ড অফিসার এসআই ফজলুল করিম।

Back to top button