শ্রীমঙ্গলে সড়কের পাশে পড়ে ছিল এক ব্যক্তির লাশ

মৌলভীবাজার প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন থেকে জামু মিয়া নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামু মিয়া সিরাজনগর গ্রামের শান্তিপাড়া এলাকার মৃত বারিক মিয়ার ছেলে।
মঙ্গলবার ভোরে ওই ইউনিয়নের সিরাজনগর গ্রামে মাদরাসার সামনের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশীদ তালুকদার বলেন, মাদরাসার সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পা ও গলায় কাটার চিহ্ন রয়েছে।
ওসি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য তা মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত ঘটনার ক্লু বের করার চেষ্টা চলছে।
ড়কের পাশে পড়ে ছিল এক ব্যক্তির লাশ
মৌলভীবাজার প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন থেকে জামু মিয়া নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামু মিয়া সিরাজনগর গ্রামের শান্তিপাড়া এলাকার মৃত বারিক মিয়ার ছেলে।
মঙ্গলবার ভোরে ওই ইউনিয়নের সিরাজনগর গ্রামে মাদরাসার সামনের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশীদ তালুকদার বলেন, মাদরাসার সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পা ও গলায় কাটার চিহ্ন রয়েছে।
ওসি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য তা মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত ঘটনার ক্লু বের করার চেষ্টা চলছে।