হবিগঞ্জ
মাধবপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় হুমায়ুন আহমেদ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
নিহত যুবক মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের তাউস মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৬ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সাহেববাড়ি নামক স্থানে একটি পিকআপ ভ্যান পেছন থেকে হুমায়ুন আহমেদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক পিকআপটি আটক করা হয়েছে।