বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে নদীতে নিখোঁজ বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে সোনাই নদীর শানেস্বর এলাকা থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে এক জেলের জালে আটকা পড়া ঐ বৃদ্ধাকে শনাক্ত করেন স্বজনরা।

নিহত বৃদ্ধা দেলোয়ারি বেগম (৮৫) লাউতা ইউপি সদস্য ইসলাম উদ্দিনের মাতা। গত শনিবার ভোর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

স্বজনরা জানান, শনিবার ভোরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে তার ঘরের দরজা খোলা পান। পরে অনেক খোজাখুজি করে দিনব্যাপী তার কোনো খোঁজ মিলেনি। পরে রবিবার সকালে স্থানীয় শানেস্বর এলাকায় জেলের জালে এক মহিলার লাশ ভেসে উঠেছে বলে খবর পেয়ে স্বজনসহ সবাই গিয়ে বৃদ্ধার লাশ উদ্ধার করে নিয়ে আসেন।

নিহতের সন্তান ইউপি সদস্য ইসলাম উদ্দিন জানান, তার বাড়ি নদী তীরবর্তী ও বন্যা কব্লিত ছিলো। বাথরুমে যাওয়ার সময় ভোরে সবার অগোচরে হয়তো তিনি পানিতে পড়ে যান। শনিবার দিনভ্র খোঁজাখোজি শেষে মাইকিংও করানো হয়। তবে রবিবার সকালে শানেশ্বর মনটেকা এলাকায় ভাসমান লাশ উদ্ধারের খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে আনি।

লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধারের পর উর্ধ্বতন দায়িত্বশীলদের অনুমতি নিয়ে দাফন সম্পন্ন হয়েছে। মেম্বারের মা নিখোঁজ হওয়ার পর থেকে শনিবার বিকাল থেকে খোঁজাখুঁজি করা হয়। রাতে নদীতে জাল ফেলা হয়েছিলো। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় বার বার উদ্ধার কাজে ব্যাঘাত সৃষ্টি হয়।

Back to top button