সুনামগঞ্জ

ত্রাণ নিয়ে সিলেট-সুনামগঞ্জের পথে মুফতি তাহেরি

নিউজ ডেস্ক- সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওনা দিয়েছেন আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। শুক্রবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইসলামিয়া আলিম মাদরাসা থেকে তিনি ত্রাণসামগ্রী নিয়ে রওনা দেন।

তার সঙ্গে দুই ট্রাক খাদ্য সহায়তা রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি।মুফতি গিয়াসউদ্দিন তাহেরির সঙ্গে রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লাসহ ২৫ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল।

গিয়াসউদ্দিন তাহেরি বলেন, যতদিন পর্যন্ত বন্যায় মানুষ সমস্যায় থাকবেন, ইনশাআল্লাহ ততদিন ব্রাহ্মণবাড়িয়া আহলে সুন্নাত ওয়াল জামা’আত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে।

Back to top button