অক্ষত নেই’মা’র, জরুরি অবতরণে দুর্ঘ’টনা থেকে রেহাই

নিউজ ডেস্ক- ক্রিস্টিয়ানো রোনালদোর গাড়ির পর এবার দুর্ঘ’টনার কবলে পড়ার উপক্রম হয়েছিল ব্রাজিলিয়ান সুপারস্টার নেই’মা’রের ব্যক্তিগত বিমানের। তবে পাইলট দ্রুত জরুরি অবতরণ করানোয় কোনো দুর্ঘ’টনা ঘটেনি।
বোনের সঙ্গে মায়ামিতে ছুটি কা’টাতে গিয়েছিলেন নেই’মা’র। গত সপ্তাহেই মায়ামির সমুদ্রসৈকতে বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি এবং বোন রাফায়েলার সঙ্গে দেখা গেছে তাকে। ব্রাজিলে ফেরার সময়ই মঙ্গলবার (২১ জুন) সকালে মাঝ আকাশে ঘটে এই বিপত্তি। ছোট বিমান হওয়ায় ঝুঁ’কি নিতে চাননি পাইলট। শেষ পর্যন্ত ব্রাজিলের উত্তরাঞ্চলের শহর বোয়া ভিস্তায় নিরাপদেই অবতরণ করে নেই’মা’রের বিমান।
নেই’মা’রের এজেন্সি মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, নেই’মা’র, তার বোন ও বিয়ানকার্ডিকে বহনকারী এনআর স্পোর্টস প্লেনের উইন্ডশিল্ডে সমস্যা দেখা দেয়। সতর্কতা অবলম্বন করে পাইলট জরুরি অবতরণ করলে কোনো বিপদ ঘটেনি কারো।
নেই’মা’র নিজেও তার ইনস্ট্রাগ্রামের স্টোরিতে ভিডিওবার্তায় বলেছেন, সবার বার্তার জন্য ধন্যবাদ। সবাইকে জানাতে চাই, আম’রা ভাল আছি। বাড়ির পথেই আছি। কিছুটা ভ’য় পেয়েছিলাম, তবে আম’রা সবাই ভালো আছি, একসাথে আছি।