তিন কারণে সিলেটে বন্যা, বলছে বাপা

নিউজ ডেস্কঃ তিন কারণে এবার হাওড়াঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তা হলো অতিরিক্ত বৃষ্টিপাত, ভারতে আন্তঃদেশীয় নদীর স্বেচ্ছাচারী ব্যবহার ও প্রকৃতি-পরিবেশ বিবেচনা না করে অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প নেয়া।
মঙ্গলবার (২১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা।
বানের জলে হাবুডুবু খাচ্ছে সিলেট-সুনামগঞ্জসহ দেশের ১১ জেলার মানুষ। প্রতিদিন তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। কয়েকদিন উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল আর শতাব্দীর রেকর্ড বৃষ্টিপাতে সবচেয়ে বড় বিপর্যয়ের কবলে এখন হাওড়ের মানুষ। নদীবেষ্টিত বাংলাদেশে বন্যা নতুন কিছু নয়। তবে এবার কেন এমন ভয়াবহ রূপ? সেটাই ভাবাচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধে বলা হয়, মেঘনা অববাহিকার ১৬টি আন্তঃদেশীয় নদী ভারত থেকে বাংলাদেশে প্রবাহমান। সেসব নদীর পানি ও পলি ব্যবহারে নেই কোনো চুক্তি। ফলে ইচ্ছেমতো ব্যবহার করছে ভারত। উজার করছে বন। বাংলাদেশ অংশের নদী অনেকটা সরু হয়ে গেছে। নেই পর্যাপ্ত প্লাবন ভূমিও। দখল-দূষণ আর অপরিকল্পিত উন্নয়নের ফলে বন্যার এই ভয়াবহ রূপ।
এক বক্তা বলেন, উজানে সিলেটে আন্তঃদেশীয় যেসব নদী প্রবেশ করেছে বাংলাদেশে, মোটামুটি ভারত সরকার একতরফাভাবে সেগুলো নিয়ন্ত্রণ করছে। উন্নয়নের নামে যে ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে তার ফলে হাওড় ও নদীবেষ্টিত এই যে অঞ্চল, এই অঞ্চলের প্রাকৃতিক যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, হাওড়াঞ্চলে ১২ হাজার কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। সেগুলো আগের অবস্থায় ফিরিয়ে নিতে অন্তত আড়াই হাজার কোটি টাকা লাগবে। ঘরবাড়ি হিসাব করলে ক্ষয়ক্ষতি আরো অনেক বেশি। এমন পরিস্থিতি এড়াতে ভবিষ্যতের জন্য উড়াল সড়ক নির্মাণের পরামর্শ দেন সেমিনারে আসা বিশ্লেষকরা।
ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ বলেন, পানির প্রবাহটা সিলেট পর্যন্ত আসছে, সেটা কীভাবে আসছে এবং সিলেট থেকে উপমহাসাগরে কীভাবে যাচ্ছে, এ জায়গাটা আমার হাতে। আর এ জায়গাটাতে আমরা কী করছি। সেটা ভাবতে হবে।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মাথায় রেখে এখনই নদী-জলাশয় ব্যবস্থাপনার তাগিদ দেন আলোচকরা।