সিলেট

বজ্রসহ বৃষ্টি হতে পারে সিলেট-রংপুরের অধিকাংশ জায়গায়

সিলেট-সুনামগঞ্জের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য জেলার অনেক জায়গায় বন্যার পানিতে তলিয়ে গেছে। টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণেই এসব এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। তবে বন্যার পানি সহজেই কমার আশা করা যাচ্ছে না। কারণ, সিলেট-রংপুরসহ দেশের বন্যাকবলিত অনেক জায়গায় এখনও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তামপাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মোসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

Back to top button