সিলেট

সিলেটে খাদ্য সংকটে সাড়ে ৫ লাখ শিশু

মহানগরীর একাংশ ছাড়া পুরো সিলেট জেলাই এখন বন্যার পানির নিচে। ফলে জেলার ৫ লাখ ৫৯ হাজার শিশুর বেশির ভাগই এখন খাদ্য সংকটে। এছাড়া সুপেয় পানির সংকটও তীব্র। সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছে প্রশাসন।

এক বছর বয়সী রাকিব। ৫ দিন ধরেই বাবা-মায়ের সাথে আশ্রয় কেন্দ্রে। তবে এখানে তার জন্য বরাদ্দ নেই কোনো খাবার। শুধু রাকিব না এমন অবস্থা জেলায় ৫ লাখ ৫৯ হাজার শিশুর। আশ্রয় কেন্দ্রসহ বানভাসীদের যে ত্রাণ দেয়া হচ্ছে, তাতে নেই দুধ, সুজির মতো শিশু খাদ্য।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানিয়েছেন, ত্রাণ হিসেবে ৮০০ মেট্রিক টন চাল দেয়ার পাশাপাশি ১ কোটি ৪২ লাখ নগদ টাকা দেয়া হচ্ছে। যা থেকে শিশু খাদ্য কিনে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

সিলেট নগরী যখন ভাসছে পানিতে তখন দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট।মহানগরীতে গত ১ সপ্তাহ ধরে বন্ধ সিটি করপোরেশনের পানির লাইন। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় অনেকেই পানি সংগ্রহ করতে পারছেন না। আশ্রয় কেন্দ্রগুলোতেও একই সমস্যা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যেই ৬ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। এছাড়া ৪টি মোবাইল ওয়াটার প্লান্টের মাধ্যমে প্রতিদিন দেয়া হচ্ছে ২০ হাজার লিটার পানি।

স্মরণকালের এই ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয় জনপ্রতিনিধিদের।

Back to top button