সিলেট

বন্যার পানি থেকে রক্ষা পেল সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষার খাতা

ব‍ন‍্যার পানি থেকে রক্ষা পেয়েছে সিলেট শিক্ষা বোর্ডে আসন্ন এইচএসসি পরীক্ষার খাতা। নগরীর আলমপুরে সুরমার তীরে সিলেট শিক্ষা বোর্ডের গুদামে ছিল এসব খাতা। গুদাম পানিতে ডুবে যাওয়ায় এগুলো উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

জানা গেছে, বন‍্যার পানি বোর্ডের গুদামে ঢুকেছে। ভয়াবহ বন্যার মধ্যে এই খাতাগুলো নিয়ে সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা নির্ঘুম রাত কাটিয়েছেন। হাঁটু থেকে কোমর পর্যন্ত বন্যার পানিতে ডুবে যায় বোর্ড। পরীক্ষার খাতা রক্ষায় বিশেষ দায়িত্ব পালন করছেন দুজন কর্মকর্তা।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. রমা বিজয় সরকার বলেন, চলতি এসএসসি পরীক্ষার খাতা কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে। যেসব কেন্দ্রে পানি উঠেছে সেসব কেন্দ্রকে বলে দেয়া হয়েছে, এসএসসির খাতা সংরক্ষণ করতে।

তিনি আরও বলেন, আগামী এইচএসসি পরীক্ষার খাতা বোর্ডের গুদামে সংরক্ষণ করা ছিল। কিন্তু বন‍্যার পানি এসে গুদাম ডুবিয়ে দেবে এ আশঙ্কায় খাতাগুলো বোর্ড অফিসের মূলভবনে নিরাপদে সরিয়ে নেয়া হয়। এর ফলে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা পেয়েছে।

Back to top button