তোপের মুখে দুর্গত এলাকা পরিদর্শন না করেই ফিরে গেলেন সিসিক মেয়র আরিফ

নিউজ ডেস্কঃ সেচ্ছাসেবকদের তোপের মুখে দুর্গত এলাকা পরিদর্শন না করেই ফিরে গেলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় স্বেচ্ছাসেবকদের সঙ্গে মেয়রের লোকদের বাগবিতণ্ডা হয়। রোববার বিকেলে উপশহর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে মেয়র আরিফুল হক চৌধুরী উপশহর রোজভিউ হোটেলে সামনের পয়েন্টে যান। সেখানে গিয়ে সেচ্ছাসেবকদের একটি নৌকা তিনি নিতে চান। কিছু দুর্গত এলকা পরিদর্শনের জন্য তাদের কাছে নৌকাটি চান। এ সময় স্বেচ্ছাসেবকরা নৌকা দিতে অপারগতা জানান। তারা জরুরি একজন সন্তানসম্ভাবা নারীকে আনার জন্য যাবেন বলে মেয়রকে জানান।
এ সময় মেয়রের সঙ্গে থাকা লোকজন নৌকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। স্বেচ্ছাসেবকরা জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় মেয়রের সঙ্গে থাকা এক যুবক দেখে নেওয়ার হুমকি দিলে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। তখনই স্বেচ্ছাসেবকরা উত্তেজিত হয়ে এর প্রতিবাদ জানান। তারা বলতে থাকেন, ‘আগে মেয়র, না রোগীর চিকিৎসার প্রয়োজন?’ এমন প্রশ্ন রাখেন তারা।
বিয়ানীবাজার মানবিক টিমের সদস্য রায়হান আহমদ জানান, আমরা ৩ দিন ধরে এখানে। মেয়রকে এতদিন দেখিনি। বিয়ানীবাজার থেকে নৌকা নিয়ে এসেছি। মানুষকে খাদ্য, পানি পৌঁছে দিচ্ছি। পাশাপাশি লোকদেরকে বিনামূল্যে বাড়িতে যাওয়া আসার ব্যবস্থা করে দিচ্ছি। অসহায় রোগীদের বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু মেয়রের সঙ্গে থাকা এক লোক ‘দেখে নেওয়ার হুমকি দেন’। এটি খুবই দুঃখজনক। এ ব্যাপারে জানতে সিটি মেয়রের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।