বিয়ানীবাজার সংবাদ
বন্যার্থ্যদের পাশে দাঁড়াতে আজ বিয়ানীবাজার-গোলাপগঞ্জে আসছেন নুরুল ইসলাম নাহিদ

বিয়ানীবাজার টাইমসঃ নিজ নির্বাচনী এলাকা বিয়ানীবাজার-গোলাপগঞ্জের বন্যাদূর্গতদের পাশে দাঁড়াতে আজ বিকেলে এলাকায় আসছেন সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এম.পি।
তার আসার খবর নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল।
তিনি নিজ নির্বাচনী এলাকায় অবস্থানকালীন সময় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন, ত্রান বিতরন ও বন্যাদুর্গত ক্ষতিগ্রস্থ মানুষের সমস্যা নিরসনে কাজ করবেন।
উল্লেখ্য, স্মরনকালের ভয়াবহতম বন্যার মোকাবেলা করছে সিলেট বিভাগের চারটি জেলা। বিয়ানীবাজার-গোলাপগঞ্জের বন্যা পরিস্থিতি দিনদিন অবনতি হচ্ছে। এই এলাকার প্রায় ৮০ ভাগ মানুষ পানিবন্দি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সিলেট বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসছেন।