সিলেট

জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন: কয়েস সামি সভাপতি, আনোয়ার সম্পাদক, কোষাধ্যক্ষ হান্নান

ঢাকাঃ ঢাকাস্থ সিলেটবাসীর সংগঠন জালালাবাদ এসোসিয়েশেনের নির্বাচনে সভাপতি পদে বিশিষ্ট ব্যাংকার সিএম কয়েস সামি এবং সাধারণ সম্পাদক পদে সরকারের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী জয়ী হয়েছেন। সংগঠনের তৃতীয় গুরুত্বপূর্ণ পদ সহ-সভাপতি (জালালাবাদ) পদে জয় পেয়েছেন সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ওই ভোটাভুটিতে ৩৩ সদস্যের কার্যকরী কমিটির নির্বাচিত হন।

কমিটির গুরুত্বপূর্ণ ৫জন সহ-সভাপতি হলেন- সহ-সভাপতি (সিলেট) আবদুল কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি (মৌলভীবাজার) আবদুল মজিদ চৌধুরী, সহ-সভাপতি (হবিগঞ্জ) ইঞ্জিনিয়ার মো. আজিজুর রহমান, সহ-সভাপতি (সুনামগঞ্জ) আকবর হোসেন মঞ্জু এবং সহ-সভাপতি (মহিলা) অধ্যাপিকা ফাতেমা চৌধুরী (সর্বোচ্চ ভোট-৬৬৭)।

কোষাধ্যক্ষ পদে আবদুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ ফাহিমা খানম চৌধুরী মনি, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. নুরুল আমীন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক এডভোকেট এম কামাল উদ্দিন, শিক্ষা, সাহিত্য ও প্রচার সম্পাদক মো. রিপন কবীর লস্কর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অব. ক্যাপ্টেন মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দা সীমা করিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুল মজিদ চৌধুরী মিন্টু, সদস্য (সিলেট) এহসান এলাহী ও মো. তাজুল ইসলাম তাপাদার, সদস্য (মৌলভীবাজার) এডভোকেট তবারক হোসেইন ও ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, সদস্য (সুনামগঞ্জ) টিএইচ এম জাহাঙ্গীর ও ফজলে রাব্বী স্মরণ, সদস্য (হবিগঞ্জ) আবদুল আউয়াল তালুকদার ও তাসনীম লায়লা জ্যোতি জয় পেয়েছেন। জালালাবাদ অঞ্চল থেকে ৮জন কার্যকরি পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন। যার মধ্যে প্রথম হয়েছেন নাক কান গলার বিশিষ্ট চিকিৎসক প্রফেসর কামরুল হাসান তরফদার। দ্বিতীয় ইশতিয়াক আহমেদ চৌধুরী, তৃতীয় ডা. আবুল কালাম চৌধুরী, চতুর্থ বনমালী ভৌমিক বলাই, পঞ্চম সৈয়দ লোকমান আহমেদ, ৬ষ্ঠ ডা. মো. খালেদ মোহসীন, সপ্তম নাসির উদ্দিন আহমেদ মিঠু এবং ৮ম হয়েছেন তাহমিনা আহাদ রোজী।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকে আকষ্মিক বন্যায় সিলেট ও সুনামগঞ্জ তলিয়ে যাওয়ায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু মাসব্যাপী প্রস্তুতির চূড়ান্ত পর্বে অর্থাৎ ভোট গ্রহণ শুরুর (পূর্ব নির্ধারিত সময়সূচীর) ক’ঘণ্টা আগে আয়োজনটি আচমকা স্থগিত করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন নীতি নির্ধারকরা। তাদের ভাষ্য মতে, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর নির্বাচন স্থগিত করলে বড় ধরনের আর্থিক ক্ষতি ছাড়াও সংগঠন গ্যাঁড়াকলে পড়ার আশঙ্কা রয়েছে।

 

Back to top button