২৪ ঘণ্টায় সিলেটে রেকর্ড ৩০৪ মিলিমিটার বৃষ্টিপাত

শনিবার সকাল থেকে আজ সকাল ৬টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) সিলেটে সর্বোচ্চ ৩০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে দেওয়া তথ্য অনুযায়ী সারাদেশে বৃষ্টিপাত কমেছে। গতকাল জানানো হয়, সারাদেশে ১ হাজার ২৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। কিন্তু আজ সকালের আপডেটে জানানো হয় ১ হাজার ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই হিসাবে সারাদেশে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত কম হয়েছে।
ওই ২৪ ঘণ্টায় এরপর বেশি বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায় ৯৪ মিলিমিটার, কক্সবাজারে ৮৪, সীতাকুণ্ডে ৭৫, রাঙামাটিতে ৬৭, কুতুবদিয়ায় ৫৯, টেকনাফে ৫১, মংসমনসিংহে ৩৮, শ্রীমঙ্গলে ৩৩ ও নেত্রকোনায় ৩২ মিলিমিটার।
আজকের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
এতে বলা হয় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানােসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।